top of page

ফেঁসে গেছি!

Writer's picture: Md Jahir RayhanMd Jahir Rayhan

ধর্ম-অধর্মের মাঝে ফেঁসে আছি ভীষণ!

ভালোবাসা আর ঘৃণার ঠিক মাঝখানটাতে ঝুলছি,

মদ-মাদকতায় আসক্ত দু' চোখ-

নেশাতুর আমি দুলছি।

পাপ-পুণ্যের হিসাব কিতাব-

ভক্তি-অভক্তির আশ্চর্য রীতি,

পূর্ণিমা চাঁদের মায়াসক্ত তবু-

জীবন জুড়ে হায় অমাবস্যাতিথি!

ফেঁসে আছি আমি-

ফেঁসে আছি বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে,

ফাঁসিয়েছে জোড়া ফারিশতা আমায়-

বসে এই দুই কন্ধে!

ফেঁসে গেছি আমি ধনী-দরিদ্রের ঠিক মধ্যখানটায়,

শিক্ষা-অশিক্ষার টানাটানিতে,

ফেঁসে আছি আমি-

জীবন রাজার রাজধানীতে!

সওদাগর হতে গিয়ে হায়-

খুইয়েছি ঘটি বাটি সব কে জানে কোথায়!

দাস বানিয়ে কিনে দাস ঘাটে,

ফাঁসিয়েছে আমায় চালাক জীবন-

বিকিকিনির হাটে!

-আচার্যনন্দন (মোঃ জহির রায়হান)

১.০৫.২০১৯

4 views0 comments

Recent Posts

See All

একদিন আমি বুড়ো হবো

একদিন আমি বুড়ো হবো। চামড়াঝোলা, দন্ত্যহীন, শ্বেত-চুলের বৃদ্ধ কাক- কতো শতো তোপধ্বনিতেও পড়ে রবো নির্বাক। একদিন আমি বুড়ো হবো। ষোড়শী যুবতীর...

আমি!

আমি গারদ বন্দি অপরাধী, আমি হাজার দোষে দণ্ডী! আমি সীমাহীন এক পাপী আমি- ছাড়িয়েছি নাকি গণ্ডি! আমি রক্তপিপাসু নরপিশাচ নাকি- নিষ্ঠুর - পাষাণ -...

বিচ্ছেদ বেদন

পুবের ঘরের বুবুজান সেবার আফসোস করে বলেছিলেন- "আকাশ বাতাস তন্ন করি খুঁজিয়াও পাইনি তাহার দেখা- গতরের চামড়া ঝুলিয়া গিয়াছে, কপালে পড়িছে রেখা!...

Comments


Many leaves, one tree; we're all connected

Contact Me

  • Screenshot 2023-09-06 103939
  • Black Facebook Icon
  • Black Twitter Icon

Thanks for submitting!

©2023, Md. Jahir Rayhan

bottom of page