ধর্ম-অধর্মের মাঝে ফেঁসে আছি ভীষণ!
ভালোবাসা আর ঘৃণার ঠিক মাঝখানটাতে ঝুলছি,
মদ-মাদকতায় আসক্ত দু' চোখ-
নেশাতুর আমি দুলছি।
পাপ-পুণ্যের হিসাব কিতাব-
ভক্তি-অভক্তির আশ্চর্য রীতি,
পূর্ণিমা চাঁদের মায়াসক্ত তবু-
জীবন জুড়ে হায় অমাবস্যাতিথি!
ফেঁসে আছি আমি-
ফেঁসে আছি বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে,
ফাঁসিয়েছে জোড়া ফারিশতা আমায়-
বসে এই দুই কন্ধে!
ফেঁসে গেছি আমি ধনী-দরিদ্রের ঠিক মধ্যখানটায়,
শিক্ষা-অশিক্ষার টানাটানিতে,
ফেঁসে আছি আমি-
জীবন রাজার রাজধানীতে!
সওদাগর হতে গিয়ে হায়-
খুইয়েছি ঘটি বাটি সব কে জানে কোথায়!
দাস বানিয়ে কিনে দাস ঘাটে,
ফাঁসিয়েছে আমায় চালাক জীবন-
বিকিকিনির হাটে!
-আচার্যনন্দন (মোঃ জহির রায়হান)
১.০৫.২০১৯
Comments