আমি গারদ বন্দি অপরাধী,
আমি হাজার দোষে দণ্ডী!
আমি সীমাহীন এক পাপী আমি-
ছাড়িয়েছি নাকি গণ্ডি!
আমি রক্তপিপাসু নরপিশাচ নাকি-
নিষ্ঠুর - পাষাণ - খুনি!
হাজার দোষে দোষী আমি তাই
দোষের ছন্দ বুনি!
দেশদ্রোহী আমি নাকি হায়-
ভেঙেছি দেশের শান্তি;
দোষের হিসেব লইতে লইতে-
উকিলের নাই ক্ষান্তি!
ভেঙেছি নাকি ঘর আমি-
কেড়েছি নাকি নিদ্রা!
আঁধার রাতে ত্রাস ছড়ায়ে;
ভেঙেছি শান্তি তন্দ্রা!
রক্তলোলুপ আমি নাকি হায়!
ডুবিয়েছি দেশের ইজ্জৎ!
জজবাবু কয় "ওরে শালা তোর-
আছে আর কত হিম্মৎ?"
হিংস্র আমি, নরপশু নাকি,
হিংস্র আমার দৃষ্টি!
স্রষ্টা কয় "এই বেটা মোর
সবার অধম সৃষ্টি!"
দুনিয়া কিবা স্বর্গ আদালত-
উভয় খানেই দোষী!
শাস্তি নাকি কম হবে যদি-
শতবারও দেয় ফাঁসি!
-আচার্যনন্দন (মোঃ জহির রায়হান)
১৭.০৯.২০১৮
Comments